স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজেদের পুকুরে ডুবে তানিয়া নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তানিয়া একই গ্রামের তরিকুল ইসলামের (৩৩) শিশু কন্যা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু তানিয়ার বাড়ির উঠানে খেলাধূলা করতে ছিল দেখে তার মা সুলতানা আক্তার (২৭) রান্না ঘরে ঢুকেন। কিছুক্ষণ পর রান্না ঘর থেকে বের হয়ে দেখেন তানিয়া উঠানে নেই। ডাক চিৎকারে শিশুটির বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে নিজেদের পুকুরে অর্ধেক ডুবন্ত অবস্থায় ভাসতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম পানিতে ডুবে শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানান তিনি।