রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টা ১০ মিনিটের দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম গণমাধ্যমকে জানান, ভবনের ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচন্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি দেওয়া পৌঁছানো যাচ্ছে না।
এখন পর্যন্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে বলে কোনো খবর পাওয়া যায়নি। তৃতীয়তলার ফ্লোরে ক্রেস্ট তৈরি করা হতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।