স্টাফ রিপোর্টার : নেত্রকোনা মডেল থানা পুলিশ শুক্রবার (২০ আগস্ট) ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে চারজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। গ্রেফতারকৃতরা সকলে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পাটপট্টি এলাকায় এক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শ্রী খোকন চন্দ্র সাহাকে (৩৪) গ্রেফতার করে পুলিশ।
পৃথক অভিযানে দুই গ্রাম হেরোইনসহ উকিলপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আশরাফুর রহমান ওরফে রাজীব (২৯) এবং ২০ পিস ইয়াবাসহ কেন্দুয়া উপজেলার নন্দিখিলা এলাকা হতে আরেক মাদক ব্যবাসায়ী মো. বাবুল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।
এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলার ঘটনার সাথে জড়িত অপরাধে মো. রাজিব মিয়াকে (২০) বড়গাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতারকৃত সকলকে শুক্রবার আদালতে গ্রেরণ করা হয়েছে।