স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় দুই মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গত ২৪ ঘন্টায় থানাধীন বিভিন্ন স্থান হতে এদেরকে গ্রেফতার করা হয়।
দুই বছরের বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. লিটন মিয়াকে (৩৫) রাজেন্দ্রপুর ও ঠাকুরাকোনা এরাকা হতে পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি সুভাষ দেবনাথকে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে তিন গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী পূর্ব মেদনী এলাকার মাদক ব্যবসায়ী মো. উজ্জল মিয়া (৩৪), মো. আল হেলাল (২৮) ও আব্দুল মন্নাফ (৩২) তাদেরকেগ্রেফতার হয়।
এছাড়াও বিভিন্ন অপরাধের দায়ে নাগড়া সওদাগর পাড়া এলাকা হতে মো. স্বপন মিয়া (২২) ও মো. শায়েস্তা মিয়া ওরফে স্বাস্থ্য মিয়া (১৬) তাদেরকেও গ্রেফতার হয়।
এ তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতারকৃত সকল সকল আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।