টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা গ্রামের ১০ নম্বর চকে অবৈধ ট্রাক্টর চাপায় ১ কিশোর নিহত হয়েছে।
আগত গয়হাটা গ্রামের মুক্তার আলী ছেলে সোহেল (১৫) আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকাল ৯ টা এর সময় জমি চাষের ট্রাক্টর এর নিচে পড়ে মারা যায়। এতে পরিবারে শোকের ছায়া নেমে আসছে।
নাগরপুর থানার এসআই ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলে, আমরা খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত ও আইনত পদক্ষেপ চলমান রয়েছে।