বগুড়া প্রতিনিধিঃ
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির আয়োজনে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির সভাপতি মোঃ রাসেল আহম্মেদ গতকাল ১৮ই আগস্ট বুধবার রাতে অফিসিয়ালি এই ফলাফল ঘোষণা করেন।
চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার ম্যানেজমেন্ট টিমের সদস্য মোছাঃ শামীমা আকতার ও আরাফাত হোসেন চূড়ান্তভাবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় যথাক্রমে সামিনা আকতার(চিত্রাঙ্কন), খালিদ হাসান প্রিন্স(চিত্রাঙ্কন),হোসাইন জোয়ারদার (চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা) ও মোছাঃ রোবা বিনতে রুম্পাকে (রচনা প্রতিযোগিতা) মনোনিত করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment