মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর থানাধীন হাতির বাগান বাস স্টান্ড থেকে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। বৃহস্পতিবার ১৯ আগস্ট সকাল ৯ টার দিকে ২০ বোতল ফেনসিডিলসহ মো: সোহাগ হোসেন (৩০) নামে ওই যুবক কে আটক করা হয়। আটককৃত মো: সোহাগ হোসেন (৩০),সাতক্ষীরা জেলার পাথরখাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আলী হোসেন,মো: আলম হোসেন ও ফোর্সের সহযোগিতায় সদর উপজেলার হাতির বাগান বাস স্টান্ডে একটি বাস এসে দাঁড়ালে বাস থেকে এক যুবক নামে তার গতিবিধি সন্দেহজনক হলে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে অভিনব কায়দায় কাপড় ও কাগজ এ মোড়ানো ২০ বোতল ফেনসিডিল জনসম্মুখে উদ্ধার করা হয়।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এস আই) দেবব্রত চিন্তাপাত্র বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ একজন কে আটক করতে সক্ষম হয়েছি,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।