মোঃ আরাফাত রহমান (কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) :
গত জুনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে আসে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এবং বেশ কয়েকটি বিভাগে শুরুও হয়েছিল পরীক্ষা গুলো।
কিন্তু আবারো করোনার প্রকোপ বৃদ্ধি আর দেশ ব্যাপী দফায় দফায় কঠোর লকডাউনের কারণে পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার দিকে নজর দেয় বিশ্ববিদ্যালয়। যদিও ধীরগতির ইন্টারনেট সংযোগ আর উন্নত ডিভাইসের অভাবে বেশ সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষা গুলো নিতে।
তাছাড়া অনেক শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অনলাইন-অফলাইন পরীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও।
তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জানান যে, আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইন বা অফলাইনের মাধ্যমে পরীক্ষা গুলো শুরু করার ব্যাপারে আশাবাদী।
তিনি আরও বলেন, এ নিয়ে দুয়েক দিনের মধ্যে একটা মিটিং এর আয়োজন করবো ভেবেছি।
এবং সুষ্ঠু ও সুন্দর ভাবে যেন পরীক্ষা গুলো নিতে পারি তাই সকল শিক্ষক – শিক্ষার্থীদের সাহায্য ও সহোযোগিতা কামনা করেন উপাচার্য।