মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এর আগে, সকাল থেকে নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করছিল। এদিকে আকস্মিক ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা কয়েকশত যানবাহন চালকেরা বিপাকে পড়েছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বাঁধার মুখে পরে। পদ্মা পার হতে গিয়ে চ্যানেল অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিইটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, তীব্র স্রোতের কারণে দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কখন চলবে তা সঠিক বলা যাচ্ছে না।আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।