গত রবিবার রাজধানী কাবুল দখলের মাধ্যমে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী তালেবান।
কাবুল দখলের পর মঙ্গলবার প্রথবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডাকা হয় তালিবানের পক্ষ থেকে। তবে সেই সংবাদ সম্মেলনের আগেই স্পর্ধা দেখিয়ে তালেবানের বিরোধিতায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় নারীদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাবুলের রাস্তায় ভারী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তালেবান যোদ্ধারা। তাদের সামনেই তালেবান বিরোধী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন কয়েকজন নারী।