ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। যেখানে আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
মূল আসরের আগে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭ অক্টোবর মাঠে নামছে বাংলাদেশ। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সূচি ঘোষণা করে আইসিসি। যদিও বিশ্বকাপের গ্রুপিং আগেই ঠিক হয়ে ছিল।
বিশ্বকাপের সূচনা হবে ওমানে রাউন্ড ওয়ানের খেলা দিয়ে। ১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়ানিউগিনি। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড-বাংলাদেশ।