কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়া হত্যা মামলার প্রধান আসামি মো. ওয়াসিম মিয়াকে (৩০) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার ভোর ৩টার দিকে তাকে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মো. ওয়াসিম মিয়া নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের ওসমান ফকিরের ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব-১৪ এর উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান।
তিনি জানান, নেত্রকোনা সদর উপজেলায় সাতপাটি গ্রামের মতিউর রহমানকে (৪৫) ওয়াসিম মিয়াসহ কয়েকজন মিলে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। মামলা দায়েরের পর এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদে আজ (মঙ্গলবার) ভোর ৩টার দিকে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে সেখান থেকে এই মামলার এজাহারভূক্ত প্রধান আসামি পলাতক ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াসিম হত্যাকান্ডে নিজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
চলতি বছরের গত ১০ জুলাই বিকেলের দিকে নেত্রকোনা সদর উপজেলার সাতপাটি গ্রামে জমি সংক্রান্ত বিবাদে খুন হন মতিউর রহমান। পরেরদিন তার স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে মো. ওয়াসিম মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ এবং আরো চার-পাঁচজনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় ইতোমধ্যে চারজনকে নেত্রকোনা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে এবং ঘটনার পর থেকে প্রধান আসামি ওয়াসিম মিয়া পলাতক ছিলেন। অবশেষে রাজধানী থেকে র্যাবের হাতে আটক হন ওয়াসিম।