মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও খাবার বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (আগস্ট-১৬) বিকেলে মহরজান এতিমখানা ফাউন্ডেশন ও বীরমুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম নিন্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যােগে এ কর্মসূচী ব্যাপকারে পালন করা হয়।
এতে মহরজান এতিমখানা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সৈয়দ সামসুজ্জামান পারভেজের সভাপতিত্বে ও পৌরসভার কাউন্সিলর-মহরজান এতিমখানা ফাউন্ডেশনের ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান তালুকদার লাবুর সঞ্চালনে
ভার্চুয়ালীভাবে যুক্ত থেকে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ওই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এস এম হানিফ, উপস্থিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজ, স্কুলের প্রধান শিক্ষক সাগর মাতুব্বর, মাদ্রাসার প্রধান শিক্ষক ছালাম মাতুব্বরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক ও অন্যান্যরা।