মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পাগলা কুকুরের কামরে তৌহিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।কালকিনি পৌরসভার চরপাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের চরপাঙ্গাশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা চেয়ার আলী সরদারের নাতি আলমগীর সরদারের ছেলে তৌহিদসহ কয়েকজন মিলে মাঠে খেলা করতেছিল এ সময় হটাৎ করে একটি পাগলা কুকুর এসে শিশু তৌহিদ সহ কয়েকজন শিশুক কামড় দিয়ে জখম করে। পরে শিশু তৌহিদকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আনুমানিক রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কালকিনি পৌরসভা এলাকার কায়কোবাদ শামীম বলেন, আমরা আতংকিত, ঘর থেকে বের হলেই দলে দলে কুকুর দেখতে পাই ,অতি দ্রুত কুকুর গুলোকে ভ্যাকসিন প্রয়োগ করা দরকার। নইলে কুকুরে কামড়ে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেটে পারে।
এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ আব্দুস সোবাহান বলেন, কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হতে সাত দিন সময় লাগে হয়তো কামড়ের পরে মথায় আঘাতের কারনে শিশুর মৃত্যু হতে পারে ।
উল্লেখ্য, গত মাসে কালকিনি পৌর এলাকার বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন, তখন নয়ন পাল নামে একজনের জলতাংক রোগে মৃত্যুও হয়।