নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার (নাগরপুর- মামুদনগর) সড়কের হাই ডাক্তারের ঘাট নামক স্থানে একটি ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সার (ইজিবাইক) চাপায় ৬ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।
১৬ আগষ্ট সোমবার দুপুর আনুমানিক ১.৩০ মিনিট এর মসয় (নাগরপুর-মামুদনগর) গামী একটি ইজিবাইক, হাই ডাক্তারের ঘাট নামক স্থানে এসে মাদরাসার ছাত্রী সুমাইয়া (৬) কে সজোরে চাপা দিলে, শিশুটি ছিটকে রাস্তায় পড়ে যায়।
আশেপাশের লোকজন, দ্রুত দৌড়ে এসে অটোরিক্সার চালক উপজেলার মামুদনগর ইউনিয়নের মো. মজিদ মিয়ার ছেলে আমিনুর (৩০) কে আটক করে।
এ ঘটনায় গুরুতর আহত উপজেলার সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামের মো. সোহেল এর মেয়ে সুমাইয়া (৬) কে দুপুর ২.১০ মিমিটের সময় উদ্ধার করে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. প্রিয়া মন্ডল বলেন, শিশুটিকে হাসপাতালে আনতে আনতেই শিশুটি মৃত্যু বরণ করে।
সংবাদটি লেখার সময় পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের ডেথ সার্টিফিকেট লেখা ও আনুষঙ্গিক কাজ চলমান রয়েছে।
এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং শিশুর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।