নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ধর্মীয় উৎসব ও সামাজিক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার জানান, “পুলিশ জনগণের বন্ধু। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে পুলিশ আপনাদের পাশে আছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল), সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারী পুলিশ সুপার (দূর্গাপুর সার্কেল) আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. গোলাম মোস্তফা।
এছাড়াও সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং জেলা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


