তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জর তাহিরপুর সীমান্তে বাবা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণর শিকার হয়েছন হাজং জাতিগোষ্ঠীর এক সদ্য বিবাহিত আদিবাসী তরুণী। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নর রাজাই গ্রাম এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের আবুল কালামের পুত্র আব্দুর রশিদ। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। বিকেলের দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরবড়দল ইউনিয়নর সংরক্ষিত ওয়ার্ডর সদস্য সুষমা জাম্বিল জানান, কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে সে। আজকে সকালে পাহাড়ি ছড়াতে সে গোসল করতে গেলে আব্দুল রশিদ জোরপূর্বক ধর্ষন করে। তরুণী চিৎকার চেঁচামেচি করলেও তুমুল বৃষ্টি থাকায় তার আর্তচিৎকার কেউ শোনেনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনাস্থলে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে দুপুরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।