টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৫ রবিবার আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে
দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় পরবর্তী কর্মসূচি।
সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিলের ও কাঙ্গালি ভোজের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য তারেক শামস খান হিমু, সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মতি, যুগ্ম সম্পাদক সম্পাদক মো. আব্দুস ছবুর, জাতীয় দলের সাবেক অধিনায়ক খোরশেদ আলম বাবুল প্রমুখ।
পরে জাতীয় শোক দিবসের একটি র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ স্কুল মাঠে এক কাঙ্গালি ভোজের আয়োজনের তদারকি করেন নেতা-কর্মীরা। এসময় গরীব ও দুঃস্থ লোকদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়।