জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :-
ছেলের বউ ঘরে এনে পড় দিন অনুষ্ঠান আয়োজন শুরু হলে সকালে গরু গোশত রান্নার আয়োজনে সাড়ি সাড়ি হাড়ি বসানো অবস্থায় রেখে হঠাৎ বর এর বাবা মৃত্যু কূলে ঢলে পড়ল।
হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলেন, আব্দুর রশিদ (৬০) তার গ্রামের বাড়ির নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন জামসেন গ্রামের মানুষ।
আব্দুর রশিদ (৬০) জামসেন গ্রামের মৃত মফিজ আলীর তিন ছেলের মধ্যে তিনি বড় ছেলে ছিলেন।
মৃত আব্দুল রশিদ বিগত ৮ বছর গাজীপুরের একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।। তার সপরিবার গাজীপুরে অবস্থান করতেন। ছেলের বিয়ে উপলক্ষ গ্রামের বাড়িতে আসেন।
মৃত্যুকালে তার দুই মেয়ে ও এক ছেলে আবুল কালাম (বর)সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরু জবাই করে ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন শুরু করলে হঠাৎ চেয়ার থেকে মাটিয়ে লুটিয়ে পড়ে রশিদ তৎখনাত সবাই এসে শুয়ালে ঘটনাস্থলে শেষ নিশ্বাস ত্যাগ করেন।