জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :-
সারাদেশের ন্যায় কলমাকান্দা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে ।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই দিনে নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু ও তার সহপরিবারকে। ইতিহাসের নৃশংসতম বর্বর হত্যাকাণ্ডের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালিত হয় আজকের শোক দিবস।
নেত্রকোনার কলমাকান্দা শোকর্যালি,, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান) আফরোজা বেগম, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ খান, প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।
পরে সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় ।
রবিবারে জাতীয় শোক দিবসে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, সেচ্ছসেবকলীগ ও অন্যান্য সংগঠন গুলো।
এছাড়াও আজ সারাদিন ব্যাপী কলমাকান্দার বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে