স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মো. আসাদ মিয়া (৩৬) নামে একজন নিহত হয়েছেন। তিনি নিজেই অটোরিকশার মালিক ও এর চালক।
রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাকলজোড়া ইউনিয়নে শ্রীরাম খিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই গ্রামের মো. আমজাদ আলীর ছেলে এবং এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ মিয়া সারাদিন জমিতে কৃষি কাজ করে বিকেলে নিজের অটোরিকশা পরিস্কার ও ধৌতকরণ করেন। বিদ্যুৎ এলে পরেরদিন রিকশাটি চালানোর জন্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চার্জ দিতে বিদ্যুৎের সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হন তিনি। চিৎকার দিলে তার স্ত্রী দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। পরে বাড়ির আশপাশের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেতন তৈরি করছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতনের সাথে কথা বলে স্বজনের কাছে লাশ হস্তান্তর ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান