স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে মাদকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটককৃত দুজন উপজেলার জারিয়া ঝাঞ্জাইল এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. ওলিউর রহমান (৩০) ও একই এলাকার রুক্কু মিয়ার ছেলে মো. ইয়িয়াস হোসেন (৩৫)। এ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
রবিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নে অবস্থিত বিজয়পুর বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহল দল দায়িত্বরত অবস্থায় ছিল। রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ১১৫০/৬-এস নং সীমান্ত পিলার হতে পাঁচ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ত্রিনালী নাম স্থানে মোটরসাইকেল যোগে আসতে দেখে দুজনকে। টহল দলের সন্দেহ হলে মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে। এ সময় তাদের সাথে রাখা ব্যাগে দুই বোতল ভারতীয় মদন পায়। পরে এগুলো জব্দ করে দুজনকে আটক করে বিজিবির সদস্যরা।
মোটরসাইকেল সহ মদ ও ব্যাগের সিজার মূল্য এক লক্ষ তিন হাজার ১০ টাকা এবং আটককৃত দুজন ও জব্দকৃত মালামাল দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।