ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্ত ভুল ছিল। ন্যাটোর সেনা প্রত্যাহারের পরে দেশটি এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
এই জন্য তিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী এই কথা বলেন।
সাক্ষাতকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন এ সিদ্ধান্তের ফলে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। এদিকে আফগানিস্তানে অবস্থান করা যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফিরত আনতে ৬০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাজ্য।
তিনি আরও বলেন, তালেবান যেভাবে একের পর প্রাদেশিক রাজধানী দখল করছে, তাতে যেকোনো সময় আফগান সরকার তালেবানের কাছে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। আর এতে দেশটিতে অবস্থানরত বিদেশিরা চরম ঝুঁকির মধ্যে পড়বেন।
প্রসঙ্গত, ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ আফগানিস্তানে দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। আবার কিছু দেশ দূতাবাসের কার্যক্রম সীমিত করে দিয়েছে। অন্যদিকে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ১৮টি প্রদেশ দখলে নিয়েছে। তারা রাজধানী কাবুলের খুব নিকটে রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া