লিগ ওয়ানে আজ মাঠে নামছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার দিবাগত রাত একটায় শুরু হতে যাওয়া লিগে তাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ স্ট্রাসবুর্গ।
তবে এ ম্যাচে লিওনেল মেসির একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। মাত্র দু’দিনের প্রস্তুতিতে তাকে মাঠে নামাতে চান না কোচ মাওরিসিও পচেত্তিনো। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।
তবে সেরা শক্তি নিয়েই মাঠে নামবে সবশেষ মৌসুমে শিরোপা হারানো ফরাসি জায়ান্টরা। পরিসংখ্যান ও শক্তিমত্তায় স্ট্রাসবুর্গের চেয়ে অনেক এগিয়ে পিএসজি। দু’দলের মুখোমুখি ৩৩ দেখায় ২৩টিতেই জয় আছে প্যারিসের দলটির।