নড়াইলের কালিয়ায় বিক্রি করা দোকান দখলে নিতে ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে। কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরার ভাই শহীদুল ইসলাম শাহী ও কবিরুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। গতকাল বুধবার (১১ আগস্ট) সকালে এ হামলায় ব্যবসায়ী হাবিবুর রহমান হবিসহ চারজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শহিদুল ইসলাম শাহী নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন।
জানা গেছে, গত পৌরসভা নির্বাচনের আগে ব্যবসায়ী হবির কাছে ৪০ লাখ টাকায় দোকান বিক্রি করেন শহীদুল ইসলাম শাহীসহ তাদের পরিবার। কিন্তু কালিয়ার মেয়র নির্বাচিত হওয়ার পরে শহিদুল ইসলাম শাহী বিক্রি করা দোকান ফেরত চান। ব্যবসায়ী হাবিবুর রহমান অস্বীকৃতি জানালে বারবার হুমকি দিতে থাকেন মেয়র ও তার পরিবারের লোকজন। বুধবার শহীদুল ইসলাম শাহী ও কবিরুলের নেতৃত্বে তারা ফের ওই দোকান দখলে নিতে যান। তখন বর্তমান মালিক হাবিবুর রহমান বাধা দিতে গেলে, তাকেসহ আরও তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, ‘নির্বাচনের আগে তারা আমার কাছে দোকান বিক্রি করে ৪০ লাখ টাকায়। দোকান বিক্রি করে আমার নামে দলিল করে দেওয়ার পরেও তারা দোকান ফেরত দিতে বলে। কয়েকবার সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমার দোকানে তালা লাগিয়ে গেছে। তারা কোনো টাকা দিতে চায় না। ক্ষমতার জোর দিয়ে আমার কাছ থেকে দোকান দখল করতে চায়। আমি বাধা দিলে আমাকেসহ আরও তিনজনকে বেধরক মারপিট করে।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই বয়সে এসে আমাকে এভাবে মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে, জানলে আমি এত টাকা দিয়ে দোকান কিনতাম না। আমি কার কাছে বিচার চাইবে?’
ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ ঘোষ বলেন, ‘এ ঘটনায় আমরা খুব বিব্রত। একজন নিরীহ ব্যবসায়ীকে এভাবে মেরে আহত করা আমাদের জন্য ভীষণ লজ্জাজনক ঘটনা। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’
স্থানীয় কয়েকজন জানান, নড়াইল জেলা আওয়ামী লীগের এক নেতার প্রত্যক্ষ মদদে কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরার ভাই শহিদুল ইসলাম শাহীরা কালিয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন। কালিয়া থানায় তদবির বাণিজ্য ও কালিয়া হাসপাতালে চাঁদাবাজির অভিযোগও আছে শাহীর বিরুদ্ধে।
হামলার ঘটনা জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তবে এখনো মামলা এজাহারভুক্ত করা হয়নি।’