১০ই সেপ্টেম্বর সারা বিশ্ব পালন করে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও আত্মহত্যা প্রতিরোধ মূলক সংগঠন ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)’ বাংলাদেশে পালন করতে যাচ্ছে এই দিবসটি। এবছরের প্রতিপাদ্য, “কাজের মাঝে জাগাই আশা” কে সামনে রেখে বিটিএফ আয়োজন করেছে ‘ছোটগল্প, প্রবন্ধ ও পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতা’। লেখা আর ছবির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে অনুপ্রাণিত করাই এবারের মূল লক্ষ্য।
নিম্নোক্ত তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে –
* ছোটগল্প
* প্রবন্ধ
* পোস্টার ডিজাইনিং
জমা দেয়ার শেষ সময়ঃ ২৩ আগস্ট ২০২১
পুরষ্কার সম্পর্কে –
১. তিনটি ক্যাটাগরিতেই প্রথম পাঁচ জন করে মোট ১৫ জনকে পুরষ্কৃত করা হবে।
২. ১০ই সেপ্টেম্বর জুম সেশনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
৩. পুরষ্কার হিসেবে বিজয়ীদের নিম্নোক্ত টাকার সমপরিমাণ টোকেন/ভাউচার প্রদান করা হবে –
১ম পুরষ্কার – ৳১২,০০০
২য় পুরষ্কার – ৳৮,০০০
৩য় পুরষ্কার – ৳৬,০০০
৪র্থ পুরষ্কার – ৳৪,০০০
৫ম পুরষ্কার – ৳৩,০০০
প্রতিযোগিতার নিয়মাবলি –
১. প্রতিযোগিদের বয়সসীমা অবশ্যই ১৪ থেকে ২৯ এর মধ্যে হতে হবে।
২. একজন প্রতিযোগী একাধিক ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন, তবে যে কোন এক ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হতে পারবেন।
৩. লেখা ও ডিজাইনের মূল বক্তব্য আত্মহত্যা প্রতিরোধ মূলক হতে হবে।
ছোটগল্প ও প্রবন্ধ জমা দেয়ার ক্ষেত্রে –
১. ছোটগল্প অনূর্ধ্ব ২০০০ শব্দের মধ্যে হতে হবে।
২. প্রবন্ধ অনূর্ধ্ব ৮০০ শব্দের মধ্যে হতে হবে।
৩. একজন একটি ক্যাটাগরিতে একটিই মাত্র লেখা জমা দিতে পারবেন।
৪. লেখা বাংলা হরফে লিখতে হবে।
৫. পূর্বে কোথাও ছাপা হওয়া বা, পোস্ট করা লেখা দেয়া যাবে না।
৫. কোন ধরনের নকল করা লেখা দেয়া যাবে না।
৬. গল্পের নামকরণ আবশ্যিক।
৭. লেখা অবশ্যই টাইপ করা হতে হবে এবং PDF ফাইল জমা দিতে হবে।
৮. লেখার মধ্যে কোন ধরনের জরিপ বা, তথ্য অন্য জায়গা থেকে নিলে অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
পোস্টার ডিজাইনিং জমা দেয়ার ক্ষেত্রে –
১. পোস্টারের দৈর্ঘ ১৮ইঞ্চি ও প্রস্থ ২৪ইঞ্চি হতে হবে (১৮” x ২৪”)।
২. একজন প্রতোযোগীকে ৩টি পোস্টার জমা দিতে হবে, তার মধ্যে যে কোন একটি পুরস্কারের জন্য মনোনীত হবে।
৩. প্রতিটি পোস্টারের সাথে ৫০ থেকে ১০০ শব্দের মাধ্যমে জানাতে হবে পোস্টারে কি বোঝানো হয়েছে। ছবি সাবমিট করার সময় গুগল ফর্মে পরের বক্সে লেখার জায়গা থাকবে।
৪. পোস্টার বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই হতে পারে।
৩. পোস্টারের মার্কিং এর ক্ষেত্রে ৩০% নম্বর বরাদ্দ থাকবে পাবলিক ভোটের জন্য, ৭০% বিচারকদের।
৪. পাবলিক ভোটের জন্য মনোনীত পোস্টার গুলো আমাদের পেইজে পোস্ট করা হবে, সেখানে কমেন্টের সংখ্যা অনুযায়ী মার্কিং করা হবে।
৫. পোস্টারের কন্টেন্ট হতে পারে এবছরের প্রতিপাদ্য কে ঘিরে কিংবা, হতাশা ও আত্মহত্যা প্রতিরোধ কিভাবে কাজ করা যায় বা, আত্মহত্যা সম্পর্কিত প্রচলতি ভ্রান্ত ধারণা দূর করাকে ঘিরে।
৬. পোস্টার পিএনজি (PNG) ফাইলে সাবমিট করতে হবে।
পার্সিটিপেশন ফিঃ ফ্রি
লেখা বা, পোস্টার জমা দিন – এখানে ক্লিক করুন
ইভেন্ট লিংক — এখানে ক্লিক করুন
বি.দ্র. প্রতিযোগিতা সম্পর্কিত যে কোন নিয়ম পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের ক্ষেত্রে বিটিএফ এক্সিটিকিউটিভ বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যেকনো সমস্যায় যোগাযোগ করুন তাদের ফেসবুক পেইজে – পেইজ লিংক