তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে তালেবানের বিভিন্ন শহরে হামলা বন্ধের দাবি তোলা হয়েছে। সব মিলিয়ে নতুন একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এ খবর দিয়েছে আল-জাজিরা।
তালেবান মিলিশিয়ারা এরইমধ্যে দেশের ৩৪টি প্রাদেশিক রাজধানীর ১০টিই দখল করে নিয়েছে। কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ন গজনী শহরেও পৌঁছে গেছে তারা। এটি রাজধানী কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে। কাবুল থেকে কান্দাহারের মধ্যেকার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে গজনীর পতনের মধ্য দিয়ে। মার্কিন সেনারা দেশটি ছেড়ে চলে গেছে।
এই সুযোগে সম্ভাব্য সকল স্থান দখল করার চেষ্টা করছে তালেবান। আশঙ্কা রয়েছে কয়েক মাসের মধ্যেই কাবুলের পতন ঘটতে পারে। এমন পরিস্থিতিতে ক্ষমতা ভাগাভাগির সিদ্ধান্ত নিয়েছে আফগান সরকার।