মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নে নদী ভাঙনে কবল থেকে রক্ষা পেতে নদীতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাদারীপুর জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্হান বিষয়ক সম্পাদক ও খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম খোকন উকিল।
বুধবার বিকেলে মাদারীপুর সদর উপজেলা খোয়াজপুর বিদ্যাবাগিস বাজার সংলগ্ন নদীর তীর এলাকায় প্রায় ১০০ মিটার জায়গা নিয়ে ৭হাজার ২শ জিও ব্যাগ ডাম্পিং করা হবে। উক্ত কাজের প্রস্তাবিত ব্যায় ২৭ লাখ ৪০হাজার ৭৫০ টাকা।
এসময়ে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগ, খোয়াজপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মাদারীপুর জেলা যুবলীগ, মাদারীপুর জেলা ও উপজেলা ছাত্রলীগের সদস্য ও অন্যান্যরা।