আফগানিস্তানে একদিনে আরও ৩টি প্রাদেশিক রাজধানী তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আকস্মিক পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ। অবশ্য, অর্থমন্ত্রী কোন দেশে গেছেন তা এখনও নিশ্চিত নয়।
এর আগে মঙ্গলবার ফাইজাবাদ, পুল ই খুমরি, ফারাহ প্রদেশের রাজধানী দখল নেয় তালেবান যোদ্ধারা। এ নিয়ে ৫ দিনে ৯টি প্রাদেশিক রাজধানী এখন এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
বাঘরাম বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। কুন্দুজ বিমানবন্দর এখন তালেবানের নিয়ন্ত্রণে। সেখানকার নিরাপত্তায় নিয়োজিত কয়েকশ’ সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন।
তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তও এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে। মাজার ই শরিফের নিয়ন্ত্রণ পেতে সরকারি বাহিনী ও তালেবানের লড়াই চলছে।