বিয়ে করেছেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিলয় আলমগীর আজ বুধবার বিয়ের বিষয়টি ফেসবুকে জানিয়েছেন। তবে বিয়ে সম্পন্ন হয়েছে গত ৭ জুলাই।
নিলয় জানান, গত বছর লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে তার পরিচয়। গত ৭ জুলাই তার উত্তরার বাসায় শুভবিবাহের কাজ সম্পন্ন হয়েছে। করোনার কারণে ছোট পরিসরেই করা হয় বিয়ের আয়োজন। বিয়েতে শুধু দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।
এর আগে নিলয় আলমগীর বিয়ে করেছিলেন অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে। ২০১৬ সালের গোড়াতে শখকে বিয়ে করেন নিলয়। পরের বছরই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এ বছরের শুরুতেই শখের বিয়ের গুঞ্জন শোনা গেছে। তবে এখনো শখ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।