চলচ্চিত্র নায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (৬ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়।
গ্রেফতার হওয়ার পর আলোচিত চারজনই ভিন্ন ভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান, চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।এর ফলে মামলাগুলো এখন থেকে তদন্ত করবে সিআইডি।
দ্যা মেইল বিডি/খবর সবসময়