স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ অসচ্ছল, দরিদ্র ও নিম্ন আয়ের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরশহরে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা গঠিত সম্মিলিত তহবিল থেকে বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ অসচ্ছল, দরিদ্র ও নিম্ন আয়ের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটের মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, লবণ, পেঁয়াজ, এক লিটার তেল, দুই কেজি আলু ও একটি সাবান।
এ সময় আঞ্জুমান’৯৫ ব্যাচের শিক্ষার্থীরা জানান, একান্ত সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের মানবিক এই সহায়তা। সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর নির্মোহ আত্মিক তাগিদ থেকেই তারা এই মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছেন। ভবিয্যতে নেত্রকোনা সহ সারা দেশে একইভাবে যেকোনা সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে উপস্থিত থাকার ইচ্ছা পোষন করেন এবং সব সময় সম্মিলিতভাবে তারা তাদের এ ধরণের মানবিক কার্যক্রম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।