হাতকড়া পড়া আসামি কৌশলে পলায়নের পর ফের গ্রেপ্তার
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় চুরির মামলায় ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করে থানায় আনার পথে হাতকড়া থেকে কৌশলে হাত বের করে পলানো আসামি রাজিব তালুকদার (২৬) ফের গ্রেপ্তার। মঙ্গলবার ভোর ৩টার দিকে নিজ বাড়ি থেকে রাজিবকে গ্রেপ্তার করতে পেরেছে কলমাকান্দা থানা পুলিশ।
রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি গ্রামের রাম কৃঞ্চ তালুকদারের ছেলে। এলাকায় কু-খ্যাত চোর হিসেবে রাজিবের ব্যাপক পরিচিতি রয়েছে। কলমাকান্দা থানায় চুরিসহ একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও রাজিব।
জানা যায়, গত রবিবার রাতে নিজ ইউনিয়নের যাত্রাবাড়ি এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করে কলমাকান্দা থানা পুলিশ। পরবর্তীতে একই ইউনিয়নের অন্যান্য এলাকা থেকে সোনা মিয়া ও আলমগীর নামে আরো দুজনকে আটক করে উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বিপুল রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। তিনজনকে গ্রেপ্তার করে প্রথমে নৌকাযোগে বড়খাপন এলাকায় আসার পর তাদেরকে মোটর সাইকেলে তুলে থানার উদ্দেশ্যে যাত্রা করে পুলিশ।
এক মোটরসাইকেলে এক আসামি ও আরেক মোটরসাইকেলে রাজিবসহ দুই আসামি। এসময় আসামিদের হাতে হাতকড়া পড়ানো ছিল। পুলিশের অজান্তে রাজিবের হাত চিকন (সুরু) থাকায় সে কৌশলে হাতকড়া থেকে (মেয়েরা যেভাবে হাতের চুরি বের করে) নিজের হাত বের করে ফেলে। পথের মধ্যে উপজেলার গুতুরা নামক এলাকায় আসলে রাজিব প্রস্রাবের চাপ দিয়েছে বলে জানায়। মোটর সাইকেল থামানোর সাথে সাথে সে দৌড়ে পালিয়ে যায়।
বড়খাপান ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম হাদিউজ্জামান হাদিস জানান, রাজিবের বিরুদ্ধে কলমাকান্দা থানাতে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় কুখ্যাত একজন চোর ও তার অত্যাচারে অতিষ্ট এলাকবাসী। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য থানাতে মামলাও রয়েছে। নিজ গ্রামসহ পার্শ্ববর্তী কয়েক গ্রামের বাসিন্দাদের কাছে আতঙ্কের একটি নাম রাজিব।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান রাজিবকে ফের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতনের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।