কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা ও বারহাট্টা উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৭০জন মানুষের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৩০ লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নেত্রকোনায় ১৫জন ও বারহাট্টা উপজেলা পরিষদ হলরুমে বারহাট্টা উপজেলার ৫৫জন বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদধা মো আশরাফ আলী খান খসরু এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমিহীনদের ভূমি দিচ্ছেন, গৃহহীনদের গৃহ দিচ্ছেন, অসচ্ছল মানুষের চিকিৎসার লক্ষ্যে আর্থিক সহায়তাসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ভ্যাকসিনের ব্যবস্থা গ্রহণ করছেন। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন। তাঁর এই মানবিক কর্মকাণ্ড সারাবিশ্বে বিরল। তাই প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কাজে সততা ও নিষ্ঠার সাথে আমাদেরও নিজ নিজ দায়িত্ব শতভাগ পালন করতে হবে।
চেক প্রদান অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।