ইয়ামাহা রাইডারস ক্লাব সিলেট এবং আয়েশা লেইছ মটরস এর সহযোগিতায় লকডাউনে সিলেটে অসহায় প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার দক্ষিন ভাগ, পলিতাপরে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়েশা লেইছ এর সত্বাধীকারি হোসাইন তানভীর। ইয়ামাহা রাইডারস ক্লাব সিলেটের গালিব, তানিম, আফজাল, ছাবের, জাকির, সোহাগ প্রমুখ।
আয়েশা লেইছ এর সত্বাধীকারি হোসাইন তানভীর জানান,কঠোর লকডাউনের সময় অসহায় দরিদ্র মানুষেরা দূর্বিসহ দিন যাপন করছেন।তাদের কিছু মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরন করা ইয়ামাহা রাইডারস ক্লাব ও আয়েশা লেইছের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সমাজের বিওবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।