বড় ভাই ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে সিএমএইচে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
আজ রোববার ( ১ আগস্ট ) দুপুরের দিকে তিনি হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।
পররাষ্ট্রমন্ত্রী বড় ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার লেখা ‘বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা প্রত্যাশা ও প্রাপ্তি’ বই দুটি সাবেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।
করোনায় আক্রান্ত হয়ে সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বর্তমানে সিএমএইচে ভর্তি। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেই জানা গেছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন।
অগ্রজের জন্য আবারও দেশবাসীর দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।