কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ৪১ হাজার ২২০ পিস ভারতীয় পিস সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দৃকত সুপারিগুলোর আনুমানিক মূল্য দুই লক্ষ টাকার অধিক।
রবিবার (১ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) সুবেদার মো. আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে বিজিবির ছয় সদস্যের টহল দায়িত্ব পালন করছিল। রবিবার রাত সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৭৫/এমপি হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘোড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে টহল দলটি। তাদের এ অভিযানে ওই এলাকায় ২২টি প্লাস্টিকের বস্তা দেখতে পাওয়া যায়। এসব বস্তার ভেতর সুপারি দেখতে পেয়ে এগুলো জব্দ করে বিজিবির সদস্যরা। গণনা শেষে এসব বস্তায় ৪১ হাজার ২২০ পিস ভারতীয় সুপারি রয়েছে।
জব্দকৃত এসব সুপারির মুল্য আনুমনিক দুই লক্ষ ছয় হাজার ৫৪০ টাকা হবে। এগুলো নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা দেয়া হবে। তবে এ অভিযানে বিজিবির উপস্থিতি টের পাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান নেত্রকোনা ব্যাটালিয়নের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।