কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা খালিয়াজুরী উপজেলাতে পৃথক স্থানে পানিতে ডুবে একই বয়সি দুই শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নে আদাউড়া গ্রামে জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) এবং একই সময়ে মেন্দিপুর ইউনিয়নে নুরালীপুর গ্রামে জাহাঙ্গীরের ছেলে তরিকুল ইসলাম (২) নামে এই দুই শিশু পানিতে পড়ে মারা যান।
নিহত শিশু শ্রীয়সীর মা সোমা রানী জানান, মেয়েকে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির সামনে জমিতে বর্ষায় জমানো পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদুর রহমান শ্রীয়সীকে মৃত ঘোষনা করেন।
অপর আরেক ঘটনায় নুরালীপুর গ্রামে শিশু তরিকুলের বাড়িতে একজনের মৃত্যুকে নিয়ে বাড়ি ও পরিবারের লোকজন ব্যস্ত সময় পার করছিলেন। পরে তরিকুলের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির কাছে হাওরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লেপসিয়া বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের দ্বারা প্রাথমিক চিকিৎসা শেষে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষনা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, পৃথক ঘটনায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।