দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

প্রতিনিধি ঝালকাঠি ।।
ঝালকাঠির নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা মো.আলতাফ হোসেনের জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলু।

শুক্রবার (৩০ জুলাই) বেলা ১১ টায় নলছিটি সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই বীর মুক্তিযোদ্ধা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নলছিটি পৌরসভার অনুরাগ মৌজার জেএল নং ১২১ এর ৯ নং খতিয়ানের ৩০৫ নম্বর দাগের বর্তমান খতিয়ান নং ৫২০ মূল মালিক অলিউল ইসলাম চৌধুরীর হইতে ৩১ শতাংশ জমি ক্রয় করি। এবং দীর্ঘ ৩২ বছর ভোগ দখল করে চাষাবাদ করি। বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলু একই দাগে নজরুল ইসলাম, জলিল হাওলাদার গং থেকে ২০১৪ সালে ক্রয় করেন ।কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি লোক মারফত জানতে পাই তিনি মাটি কেটে ভরাট করিতেছে। আমি সেখানে গিয়ে বাধা দিলে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি ও জীবন নাশের হুমকি প্রদান করেন। তাই কোন উপায় না পেয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে গত ২৪ মে ১৪৪/১৪৫ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করে।এছাড়াও জেলাপ্রশাসক, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করে কোন সুরাহা পাইনি।

এ ঘটনার পর গত ২৯ জুলাই আমি শুনতে পাই আমার ছেলের নামে গাছ কাটার মিথ্যা বানোয়াট সাধারণ ডায়েরি করে। আমি ও আমার ছেলের হামলার ও মামলার ভয়ে ভুগিতেছি।তিনি সুষ্ঠু বিচার পেতে সকল আইন সংস্থার কাছে সহযোগিতা দাবি করেন ।

এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন লাভলু জানান, জমিটি নিয়ে মামলা চলছে। আমি দীর্ঘদিন যাবৎ জমিটি ভোগ দখল করে এসেছি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version