কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গ্রামীণ ব্যাংকের শিরেশ চন্দ্র সরকার (৬০) নামে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরেশ চন্দ্র উপজেলার হিরনপুরের ইয়ারনপুর গ্রামে মৃত সাফল্য চন্দ্র সরকারের ছেলে।
শিরেশ চন্দ্র সরকার হিরণপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের নৈশ প্রহরীর পদে চাকুরি করেন এবং তার স্ত্রী একই ব্যংকে কর্মরত বলে স্থানীয় ভাবে জানা গেছে।
পূর্বধলা থানা ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের দিকে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিনগত রাতে দায়িত্ব পালনের কোন এক সময় দরজায় চিটকিরি লাগিয়ে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন ও লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।