মো: রাসেল আহাম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে রঞ্জু (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া উত্তর পাড়া গ্রামের গোলাম রহমানের ছেলে। ২৯ জুলাই বৃহস্পতিবার বেলা বারোটার দিকে শাজাহানপুর থানার এসআই সোহেল রানা ও তাঁর সঙ্গীয় ফোর্স সহ মাড়িয়া গ্ৰাম থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ২৩ জুলাই শাজাহানপুরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী স্মার্ট মৌসুমীকে উপজেলার ডেমাজানী বাজার মার্কেট থেকে ১০০ গ্ৰাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করেছিল থানার চৌকস পুলিশ অফিসার এসআই শামীম হাসান ও তার সঙ্গীয় ফোর্স। সেই মামলায় রঞ্জু পলাতক আসামি ছিলো।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রঞ্জু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।