বেপরোয়া আচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়েছে র্যাব।
হেলেনা জাহাঙ্গীরের গুলশান দুই নম্বরের অবস্থিত তার বাসভবনে বৃহস্পতিবার রাত ৮টার পর অভিযান শুরু করে র্যাবের বিশেষ দল। রাত ৯টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার বাসভবনে অভিযান চলছিল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৫ জুলাই দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।