বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধি ১৩ বছরের এক কিশোরীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযোগে ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে জিন্নাল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৯ জুলাই বৃহস্পতিবার শাজাহানপুর থানার নারী – শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সের দায়িত্বরত কর্মকর্তা এস আই জেবুননেছা এ তথ্য নিশ্চিত করেন।
নির্যাতিতা মেয়েটির মা জানান, দুপুরে তার প্রতিবন্ধি মেয়ে পুকুরে গোসল ও কাপড় কাচতে যাওয়ার পর আকাশ অন্বকার হয়ে আসে এবং বৃষ্টি নেমে আসে। কেউ বাড়ির বাহিরে ছিলনা। এমন আবহাওয়া দেখে মেয়েটি ভেজা কাপড়েই একা একা বাড়ি ফেরার সময় হঠাৎ পিছন থেকে তাকে ঝাপটে ধরে ও এবং আড়ালে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয় এবং ধর্ষনের চেষ্টা করে জিন্নাল।
এসময় মেয়েটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। এরপর থানায় অভিযোগ দিলে জিন্নাল গা ঢাকা দেয়।
জানাযায়, সংবাদ পেয়ে শাজাহানপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই শামীম হাসান এবং এস আই জেবুননেছা তৎক্ষনাৎ আসামীকে গ্রেফতারের জন্য কৌশলে চেষ্টা চালান। এস আই জেবুননেছা এনজিও কর্মী সেজে জিন্নালের বাড়ীতে গিয়ে কিস্তির টাকা দেয়া নেয়ার বিষয়ে কথা বলেন এবং ফোনে জিন্নালকে নির্ভয়ে বাড়ীতে আসার জন্য সাহস দেন।
এমন নির্ভয়ে জিন্নাল বাড়ীতে এলে তার সাথে আলাপ করতে থাকেন। এতক্ষনে এসআই শামীম হাসান এবং সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেফতার করে। এসআই জেবুননেছা একজন নারী পুলিশ কর্মকর্তা হয়েও আসামিকে গ্রেফতার করার জন্য অনেক সাহসীকতার পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান এবং এস আই জেবুননেছা বলেন, অনেক সময় আসামিকে গ্রেফতার করতে অনেক অভিনয় করতে হয়, এটা পুলিশের দায়িত্ব। এছাড়া এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।