তানভীর আহমেদ:তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি :
সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজার এবং সড়কে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
বুধবার (২৮শে জুলাই) উপজেলার সদর বাজার, আনোয়ারপুর বাজার, বাদাঘাট বাজার এবং বালিজুরী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় ১১টি মামলায় (১৪ জনকে) মোট ৯হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এরপরে বাদাঘাট মসজিদ ও বিভিন্ন সড়কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। পরে পথচারী দের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল মোর্ট পরিচালনা করা হয়। করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক পরুন, করোনার ভাক্সিন নিন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।