কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফ্যানের সাথে বিদ্যুৎের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাইজা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ফাইজা আক্তার একই গ্রামের শাহ্্ মো. ওবায়দুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাইজা আক্তার সকালে রান্না ঘরে তার মা রনি আক্তারকে কাজে সহযোগিতা করছিল। গরম বেশি লাগায় ঘরে এসে খাঁচা ফ্যানের প্লাগ সকেটের সাথে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছিটকে ঘরের দেয়াল ও ফ্রিজের সাথে আঘাত পায়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
পূর্বধলা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখি দাফনের জন্য জানাজার প্রস্তুতি নিচ্ছে। পরে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ডাক্তারি রিপোর্ট ও ঊর্ধ্বতনের সাথে আলোচনা করে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।