কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে বর্ষার পানিতে ডুবে তোয়াজ্জল মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। তোয়াজ্জল একই গ্রামের আক্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে হাওরের পানি বৃদ্ধি পাওয়া তোয়াজ্জল ও তার ছোট ভাইসহ ৪-৫ জন সহপাঠি শিশুদের সাথে গোসল করতে নামে। তোয়াজ্জল পানিতে তলিয়ে যেতে দেখে তার সহোদর ছোট ভাই উজ্জল মিয়া (৬) ডাক চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াজ আহমদ শিশুটিকে মৃত ঘোষনা করেন।
খালিয়াজুরী থানার ওসি মো. মুজিবুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।