আরিফুর রহমান, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান ও পৌরসভার সচিব রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে ৪ লাখ টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। এ ঘটনায় পৌর মেয়র থানায় একটি অভিযোগ করেছেন।
আটককৃতরা হলেন, পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম সেলিম ও রেখা বেগমের ভাই মো কামাল হোসেন।
অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৬ জুলাই) রাতে পৌরসভা থেকে আটক করে পুলিশ।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, আমার ও সচিবের স্বাক্ষর জাল করে মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের নামে ৪ লক্ষ টাকা উত্তোলনের সময় সোনালী ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হওয়ায় আমাকে খবর দেয় এরপর তাদের কে হাতেনাতে ধরা হয়। পরে পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।