তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি :
হাওর বেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা পর্যটকদের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ই জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো : আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জন পর্যটককে নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটন কেন্দ্রে ভ্রমনে আসায় ১১ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভুমি) মো: আলাউদ্দিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পট গুলোতে পর্যটকদের পরিবহনকারী নৌকা ও পর্যটক আসা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এই নির্দেশনা অমান্য করায় ৮ পর্যটককে জরিমানা করা হয়েছে।