কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় ধর্ষণ মামলার দুজন আসামিসহ বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টার আরও তিনজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। এদের মধ্যে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন একজন।
শনিবার (২৪ জুলাই) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের পাঠানোর সত্যতা নিশ্চিত করে ওই থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জুয়েল মিয়াকে (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকা থেকে আটক করা হয়।
আদালতের দায়ের করা গণধর্ষণ মামলার আসামি মো. তোফাজ্জল হোসেনকে (৩৮) উপজেলার বড়ওয়ারী এলাকা ও কয়রাটী এলাকা হতে এ মামলার আরেক আসামি মো. সাইফুল ইসলামকে (২৪) গ্রেফতার করা হয়।
এছাড়াও আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি মো. তোফাজ্জল হোসেন (২৮) তাড়াকুড়ি এলাকা থেকে এবং কাটলী এলাকা হতে কুখ্যাত চোর শিপন মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।