কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হাঁস আনতে গিয়ে পুকুরে পড়ে ইভা (৬) নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার মেঘশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের রাসেল মিয়ার মেয়ে।
জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ির পূর্ব পাশে জনৈক মান্নান সরকারের পুকুরে হাঁস আনতে যায় ইভা। পা পিছলে পুকুরে পড়ে যায় ইভা। বাড়িতে ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন পুকুর পাড়ে গেলে তাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে পুর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত করেন।
নেত্রকোনার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।